চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্র জানায়, ফল প্রকাশের পর থেকে ভর্তিচ্ছুরা ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজেও এটি প্রকাশ করা হবে।
এর আগে গত শনিবার (০১ মার্চ) ইউনিটটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ।
এগুলো হলো- বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ। এ চার অনুষদে মোট আসন রয়েছে ১ হাজার ১২৩টি। আবেদন করেন ১ লাখ ৯ হাজার ৮১ জন শিক্ষার্থী।
ফলাফলের বিষয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক প্রকৌশল অনুষদের ডিন মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী বলেন, আমরা আজ ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও পরবর্তীতে ফেসবুকে দেখতে পারবেন।
উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৭১হাজার ২৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আগামী ০৮ মার্চ কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’, ১৫ মার্চ ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ এবং ২২ মার্চ সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ‘বি-১’ উপইউনিটের ১০ মার্চ, ‘বি-২’ ১১ মার্চ এবং ‘ডি-১’ উপইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সুমন ইসলাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়