চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীন ভয়েসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫।’ এতে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের গ্যালারি-২ এ নবীন বরণটি অনুষ্ঠিত হয়।
গ্রীন ভয়েসের সভাপতি নুর মোহাম্মদ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরবিদ স্থপতি ইকবাল হাবিব। গ্রীন ভয়েসের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাফির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল সরোয়ার, বায়োকেমিস্ট এ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান এবং গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির।
গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির বলেন, আমরা প্রতিদিন চব্বিশ থেকে ত্রিশ হাজার টাকার অক্সিজেন গ্রহণ করি। করোনার সময় এটির বাস্তবতা দেখা গেছে। প্রকৃতি ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা গ্রীণ ভয়েস করেছি। ফুল যেমন প্রকৃতিকে সুভাসিত করে, তেমনি দেশকে আমাদের সুভাসিত করতে হবে।
বায়োকেমিস্ট এ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান বলেন, আমাদের সবচেয়ে বড় বন্ধু বই এবং গাছ। বৃক্ষের মাধ্যমে আমরা বেঁচে থাকি। জলোচ্ছ্বাস, অনাবৃষ্টি, অতিবৃষ্টিসহ বিভিন্ন দুর্যোগ আমাদেরই সৃষ্টি। অন্যান্য দেশে গাছ,পাহাড়কে তারা আগলে রেখেছে। কিন্তু আমাদের দেশে তা একেবারে ভিন্ন। মানবজীবনে গাছের ব্যবহার সর্বত্রই।
তিনি আরো বলেন, ইসলাম ধর্মে বৃক্ষরোপণের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে। গাছ সংরক্ষণেও রয়েছে নির্দেশনা। তাই প্রকৃতি বাঁচাতে আমরা সবাই এগিয়ে আসবো।
নগরবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, যদি আপনি খারাপ,অন্যায় দেখেন তাহলে সেটিই দেখবেন। ভালোটা দেখতে পারবেন না। দুর্বৃত্তরা শুধ বলছে, সবকিছু ধ্বংস হচ্ছে, আর কিছু হবে না। কারণ তারা চায় তারুণ্যের ধ্বংস। তারুণ্য ধ্বংস হয় না, যার প্রমাণ জুলাই। জাপান, সিঙ্গাপুরের পরিবেশ বিশ্বে দৃষ্টান্ত। সিঙ্গাপুরে রাস্তায় ময়লা ফেললে ১০০ ডলার জরিমানা দিতে হয়। সেখানে প্রতি একশত গজ পরপর বিন বসানো আছে। আমাদের দেশের পরিবেশ সিঙ্গাপুরের মত গড়ে তুলতে হবে, যেন বাংলাদেশের পরিবেশ নিয়েও বিশ্বে গর্ব করে।
এ সময় তিনি টেকসই কৃষি, আর্কিটেকচার ও ডিজাইন, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন এবং প্রাকৃতিক উৎস ব্যবস্থাপনায় নিজেদের দক্ষ হওয়ার আহ্বান জানান।
চবি গ্রীন ভয়েসের সভাপতি নুর মোহাম্মদ সাগর বলেন, কক্সবাজারে চরমভাবে বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে। অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারে আজ পরিবেশ ধ্বংসের মুখে। গ্রীন ভয়েসের ডাকে সাড়া দিয়ে যারা নবীন সদস্য হয়েছেন, তাদের সবাইকে শুভেচ্ছা। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সুমন ইসলাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়