শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলে প্রবেশ করে গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে আব্দুর রহিম নামে নোয়াখালীর এক টিকটকারকে আটক করেছে চবির প্রক্টরিয়াল বডি।
জানা গেছে, টিকটকার যুবকটি নোয়াখালীর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। নিরাপত্তা প্রহরীকে ফাঁকি দিয়ে হলে প্রবেশ করে বুক পকেটের গোপন ক্যামেরায় মেয়েদের হলের ভিডিও করতে থাকে যুবক। মেয়েরা হাতেনাতে ধরে প্রক্টরিয়াল বডির কাছে তাকে হস্তান্তর করে৷ জিজ্ঞাসাবাদে টিকটকারটি ভিডিওর বিষয় স্বীকার করেন।
চবির সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এমন ঘটনা চবির নিরাপত্তা ও ইমেজের জন্য হুমকিস্বরূপ। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আমরা ওই যুবককে আটক করি। তবে অভিযুক্তকে মুচলেকা দিয়ে তার পরিবারের তত্ত্বাবধানে ছেড়ে দেয়া হয়েছে।