ক্যাম্পাস প্রতিনিধি: আগামী ১৪মে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫তম সমাবর্তন অনুষ্ঠান। এতে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছেন বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার ৬০০ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী।
সংবাদ সম্মেলনে ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, সমাবর্তনে বর্তমান সরকারে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অনুষ্ঠানে তাঁকে ডি-লিট উপাধি প্রদান করা হবে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার। সমাবর্তনে শিক্ষার্থীদের সাথে আসা অতিথিদের অনুষদ প্রাঙ্গণে সাময়িক বসার ব্যবস্থা করে দেওয়া হবে। যাতে দূর-দূরান্ত থেকে যারা আসবেন তারা বিশ্রাম নিতে পারেন।
তিনি আরও জানান, সমাবর্তনের তারিখ নিয়ে সোস্যাল মিড়িয়ায় অনেকের মাঝে নানা ধরনের বিরূপ মন্তব্য করতে দেখা গেছে। আসলে এই তারিখটা আমরা ঠিক করিনি এটা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঠিক করা হয়েছে। আর গাউনের সাথে আমরা এবার টুপি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছি যা বিশ্ববিদ্যালয়ের পূর্বের সমাবর্তনে দেওয়া হয়নি। যা নিয়ে এখন পর্যন্ত সোস্যাল মিড়িয়ায় আলোচনা চলছে।
এর আগে গত ১৫ মার্চ থেকে আবেদন শুরু হয়ে চলে ৩০ মার্চ পর্যন্ত। তবে শুরুতে মূল সনদ উত্তোলনকারী শিক্ষার্থীদের সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ না দিলেও পরে সমালোচনার মুখে এ সিদ্ধান্ত পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূলসনদ উত্তোলনকারী শিক্ষার্থীদেরকে সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ দিয়ে নতুন করে আবেদনের সময় সীমা নির্ধারণ করা হয় ১লা এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত। ১লা এপ্রিল ইদুল ফিতরের ছুটি ও কিছু টেকনিক্যাল জটিলতা থাকায় প্রশাসন আবার সময় সীমা পরিবর্তন করে ৩রা এপ্রিল থেকে ৯ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেন।
চবির পঞ্চম সমাবর্তনে ২০১১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে যে শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন তারা অংশগ্রহণ করবেন। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে বড় সমাবর্তন। ধারণা করা হচ্ছে দেশের মধ্যে এটিই সবচেয়ে বড় সমাবর্তন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ২৮ বছর পর ১৯৯৪ সালে প্রথম সমাবর্তন হয়। এরপর ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় চতুর্থ সমাবর্তন। এ নিয়ে ৫৬ বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মাত্র ৪টি সমাবর্তন।