চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে৷ এতে চবি ছাত্রসংসদের (চাকসু) সাবেক ভিপি এস. এম. ফজলুল হক ফজুকে সভাপতি এবং এনবিআর-এর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে সাধারণ সম্পাদক ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১ টায় চট্টগ্রাম ক্লাব হল রুমে সাবেক ভিপি এ. এস. এম. শামসুজ্জামান হীরার সভাপতিত্বে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির বাকিরা হলেন– সহ-সভাপতি এ. এস. এম. শামসুজ্জামান হীরা, মজহারুল হক শাহ্ চৌধুরী, সিরাজ উদ্দিন মিয়া, স. ম. নজরুল ইসলাম, একরামুল করিম ও জসিম উদ্দিন সরকার। যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল উদ্দিন, মো. মহিউদ্দিন বাদল ও খন্দকার রেজাউল করিম। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সালাউদ্দিন মোহাম্মদ রেজা ও দপ্তর সম্পাদক সাইফুদ্দিন আহম্মদ সাকি প্রমুখ।
কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অধ্যাপক ড. আরিফ মঈনুদ্দিন, অধ্যাপক ড. তোফায়েল আহম্মদ ও লায়ন মো. আসলাম চৌধুরীকে উপদেষ্টা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাকসুর সাবেক ভিপি শামসুজ্জামান হীরা, এস. এম. ফজলুল হক, মাজহারুল হক শাহ চৌধুরী, জসিম উদ্দিন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।