বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলাউদ্দীন মহসিন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) এক বিবৃতিতে জানান,
“গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে শান্তিপূর্ণভাবে আয়োজিত ছাত্রদলের প্রীতি ভোজের অনুষ্ঠান শেষে সংগঠনের নেতাকর্মীদের উপর পরিকল্পিত হামলার ঘটনা ঘটে। এই অনভিপ্রেত ও নিন্দনীয় ঘটনার মাধ্যমে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হয়েছে।”
বিবৃতিতে আরো বলা হয়, “প্রীতি ভোজ আয়োজনের পূর্বে যথাযথভাবে হল প্রভোস্টের অনুমতি নেওয়া হয় এবং ভোজটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শেষ হয়। তবে, ফেরার পথে হল গেট বন্ধ করে ছাত্রদল নেতাকর্মীদের অবরুদ্ধ করা হয়। এ সময় “সাধারণ শিক্ষার্থী” পরিচয়ে ছদ্মবেশী একটি উগ্র গোষ্ঠীর রাজনৈতিক কর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের বহিরাগত বলে মিথ্যা স্লোগান দিয়ে হামলা চালায়। এই হামলায় ছাত্রদলের একজন কর্মী আহত হন। আমরা লক্ষ্য করেছি যে, অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো হলে তাদের কমিটি ঘোষণা ও কার্যক্রম পরিচালনা করতে পারলেও, ছাত্রদলের শান্তিপূর্ণ কার্যক্রমে বারবার বাধা দেওয়া হচ্ছে, যা উদ্দেশ্যমূলক এবং নিন্দনীয়।
ছাত্রদল সহাবস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। গণঅভ্যুত্থানের পর থেকে ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই ধরনের সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।
আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে যথাযথ শান্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্হ্বান জানাচ্ছি পাশাপাশি আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার এবং সকলের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
এ সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল গতকাল শাহজালাল হলে প্রভোস্টের অনুমতি নিয়ে প্রীতিভোজের আয়োজন করে। প্রীতিভোজে বাইরের কিছু মেহমান থাকতেই পারে। এখানে বাধা দেওয়া অনুচিত। কোন অভিযোগ থাকলে পরবর্তীতে প্রভোস্টকে জানানো যেত। আমরা আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে আরো সহনশীল আচরণ প্রত্যাশা করি।”