জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আমির হোসেন খান ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাতটার দিকে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর ৫ মাস ১০ দিন। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম। শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. মো. আমির হোসেন খানের মৃত্যুতে পদার্থবিজ্ঞানের অপূরণীয় ক্ষতি হলো। পদার্থবিজ্ঞানের শিক্ষা ও গবেষণায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকের একজন শিক্ষক হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান বিশ্ববিদ্যালয় প্রশাসন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। শোক বার্তায় উপাচার্য প্রয়াত অধ্যাপকের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আমির হোসেন খান ১৯৭৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। তিনি ১৯৭৮ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৮৬ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়