ফুচকার দোকানে চাঁদাবাজির দায়ে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সদস্য ও আ ফ ম কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী গোলাম রাব্বানী অর্ণবের ( অর্থনীতি, ৪৭ ব্যাচ) আবাসিক সুবিধা বাতিল,হলে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণসহ ছাত্র রাজনীতির সাথে জড়িত মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ ও মাদক নির্মুলের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সোমবার (১০ ফেব্রুয়ারী) রাত নয়টায় আ ফ ম কামাল উদ্দিন হলে এ বিক্ষোভ ও ঝটিকা মিছিল করেন তারা। মিছিল শেষে শিক্ষার্থীরা হল অফিসে গিয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক ড এ কে এম রাশিদুল আলম বরাবর তাদের দাবীসমূহ মৌখিকভাবে উত্থাপন করেন।
এসময় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সোয়াইব হাসান বলেন, “কোন চাঁদাবাজ, বহিষ্কৃত শিক্ষার্থীর সাথে আমরা হলে থাকতে চাইনা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিধি অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে হল থেকে বের করে দিতে হবে।”
ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম বলেন, “আমাদের হলে মাদকাসক্ত ও বহিষ্কৃত শিক্ষার্থীও রয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও হলে মাদক নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
গণিত বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী আবু রুম্মান বলেন, ” বিশ্ববিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা প্রায়ই হলের গেস্টরুমে এসে ছিটকিনি লাগিয়ে দীর্ঘসময় ধরে রাজনৈতিক বৈঠক করেন।প্রয়োজনের সময় আমরা গেস্ট যথাযথভাবে ব্যবহার করতে পারিনা।যা আমাদের জন্য ভোগান্তির ও বিড়ম্বনাময়।”
প্রাধ্যক্ষ অধ্যাপক ড এ কে এম রাশিদুল আলম বলেন, ” অভিযোগ সমূহ লিখিতভাবে প্রদান করা হলে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বিধি অনুযায়ী সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ সহজতর হবে। মাদক নিয়ন্ত্রণ ও নির্মুলে আমরা অচিরেই হলে ঝটিকা অভিযান পরিচালনা করবো। অচিরেই আমরা গেস্ট রুমের ব্যবহার ও কার্যবিধি সম্পর্কে শিক্ষার্থীদেরকে অবহিত করতে গেস্ট রুমের ব্যবহার বিধি সম্বলিত নোটিশ প্রদানের ব্যবস্থা করবো।”
তবে অভিযুক্ত শিক্ষার্থীর আবাসিক সুবিধা বাতিলের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত রবিবার কামাল উদ্দিন হল সংলগ্ন ভ্রাম্যমাণ ফুচকার দোকানে অর্ণবসহ কয়েকজন ছাত্রদল কর্মী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে দৈনিক ১৫০০ টাকা হারে চাঁদা দাবি করেন।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়