চাঁদাবাজি বন্ধ হওয়ার পর থেকে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর মাতুয়াইলে র্যাবের টহল কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক জানান, দুষ্কৃতকারীরা বিভিন্ন স্থানে হামলা ও নাশকতার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও সহিংস হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, দেশব্যাপী টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সতর্ক রাখা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত টহল মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত র্যাব ১৮০ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রাজধানীতে ৪০ জন, ময়মনসিংহে ২৫ জন, রাজশাহীতে ২৪ জন, সিলেটে ১৭ জন এবং নারায়ণগঞ্জে ১৫ জন রয়েছে। এছাড়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব প্রধান জানান, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে।