চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এ ঘটনা ঘটে।
তবে এতে আহতের খবর পাওয়া যায়নি।ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে রাজশাহী বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের বক্তব্য দেয়ার সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও নয়ালাভাঙা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফ তাকে বক্তব্য না দিতে দিলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে মারামারি শুরু হয়। এমনকি সমাবেশে বসা চেয়ার ছোড়াছুড়ির ঘটানাও ঘটে। পরে বিএনপির একাংশের নেতা আশরাফ ও সদর উপজেলার বিএনপির বহিষ্কৃত আহবায়ক ওবায়েদ পাঠান অনুষ্ঠান ত্যাগ করেন চলে যান। এসময় সমাবেশের বাইরে বড় ইন্দারা মোড়ে দুটি ককটেল বিস্ফোরিত হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি রইস উদ্দিন জানান, সমাবেশে প্রটোকল ভেঙে বক্তব্য রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এছাড়া সমাবেশের বাইরে বড় ইন্দারা মোড়ে দুটি পটকা ফুটেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় কেও আহত হয়নি। আর কাওকে আটকও করা হয়নি।জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল(অব:) শরীফ উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. মো. রফিকুল ইসলাম(টিপু), সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনিজ) প্রমুখ।এসময় প্রধান অতিথি বলেন, ‘সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে অন্তর্বর্তী সরকার। আমরা এর মধ্যে ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব। আপনারা অনুগ্রহপূর্বক একটি সুষ্ঠু নির্বাচন দেন। একটা নিরপেক্ষ নির্বাচন দেন।
যেটা আমরা গত ফকুরুদ্দিন, মইনুদ্দিনের সেনা শাসন এবং ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনার শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি। শুধু একটা কারণে যাতে আমাদের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়। এবং আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দিব। সে যে হোক না কেন; কিন্তু বিএনপির কেন জানি সন্দেহ হচ্ছে, সময়ক্ষেপণের মধ্যে কোন ষড়যন্ত্র লুকিয়ে নাইতো? যদি থাকে তাহলে সেটা পরিহার করবেন। আপনারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিবেন। যাতে আমাদের দেশে একটি গণতান্ত্রিক সরকার ফেরত আসে।’