ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। অভিনেত্রী হিসেবে তো বটেই, গায়িকা হিসেবেও রয়েছে বেশ পরিচিতি। পেশাগত জীবনের পাশাপাশি শ্রুতি হাসানের ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে অনুরাগীদের কৌতূহল । গত ৪ বছর ধরে শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে তাদের একসঙ্গে তোলা ছবিও দিতেন। লিভ ইন করতেন তারা।
সম্প্রতি তাদের বিয়ে নিয়েও উঠেছিল গুঞ্জন । কিন্তু তার আগেই হঠাৎ ভেঙে গেল শ্রুতি-শান্তনুর সম্পর্ক। সামাজিক মাধ্যমে শান্তনুর সঙ্গে সব ছবি ও পোস্ট মুছে ফেলেছেন শ্রতি। শোনা যাচ্ছে, মাস দুয়েক আগেই তাদের প্রেমের সম্পর্ক ভেঙে যায় ।
আগে সারাক্ষণ শান্তনুর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন শ্রুতি। কিন্তু বিয়ের প্রতি অনীহা ছিল দুইজনেরই । শ্রুতি এবং শান্তনু বিয়ে নিয়ে বলেছিলেন ,‘আমরা বিয়েতে বিশ্বাস করি না। আমরা নিজেদের সম্পর্কে ভালো আছি। বিয়ে নিয়ে আমরা এখনই কিছু ভাবছি না। তবে শোনা যাচ্ছে, হঠাৎ দু’জনের মধ্যে দেখা দিয়েছে বোঝাপড়ার সমস্যা । সেই কারণে আলাদা হয়ে গেলেন তারা। যদিও প্রেম ভাঙার প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি শ্রুতি।