সামাজিক যোগাযোগমাধ্যমে এই ট্রেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে চালক ছাড়া ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ৭০ কিলোমিটার পর্যন্ত চলেছে একটি মালবাহী ট্রেন। এতে জনমনে তীব্র আতঙ্ক দেখা দেয়। ট্রেনটি ছুটে আসার খবরে রেললাইন ও স্টেশনে থাকা মানুষ ছোটাছুটি করেন। অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সাধারণ মানুষ।
রেলের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেন থেকে নামার আগে চালক হ্যান্ড ব্রেক টানতে ভুলে যান। ওই সময় ট্রেনটি পাঠানকোট স্টেশনে দাঁড়িয়েছিল। ব্রেক না টানায় ট্রেনটি আপনা আপনি চলা শুরু করে।
মালবাহী ওই ট্রেনটিতে পাথর ছিল। চালক ছাড়াই ট্রেনটি পাঁচটি স্টেশন অতিক্রম করে যায়। পরে রেলের কর্মচারীরা লাইনের ওপর কাঠ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এরপর ট্রেনটি থামে। এতে কেউ হতাহত হননি।