চালের বাজারে দেখা দেওয়া অস্থিরতা নিয়ন্ত্রণে স্থিতিশীলতা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সিন্ডিকেট ভাঙতে সারা দেশে অভিযান শুরু করেছে সরকার।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ইতোমধ্যে অবৈধ মজুদের দায়ে ১৩৮টি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে। রাজধানীসহ ৪৪টি জেলায় এই অভিযান চলমান রয়েছে।
মিনিকেট চাল নিয়ে প্রতারণা, নোটিশ পেলো কোম্পানিগুলো
বাজারে ব্যাপকভাবে বিক্রি হওয়া ‘মিনিকেট চাল’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারণ, ‘মিনিকেট’ নামে কোনো ধানের জাত নেই এবং খাদ্য মন্ত্রণালয়ের তালিকাতেও এ চালের উল্লেখ নেই।
সম্প্রতি গণমাধ্যমে ‘মিনিকেট চাল বিক্রির প্রতারিত হচ্ছেন ভোক্তারা’ শিরোনামে কিছু প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সংস্থাটি ইতোমধ্যে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।
অভিযানে মোবাইল কোর্ট, গুদাম সিলগালা
ঢাকা মেট্রোপলিটনে ১০টি টিম অভিযান চালিয়ে ২২টি প্রতিষ্ঠানকে এক লাখ ২৮ হাজার টাকা জরিমানা করেছে। এ ছাড়া, বগুড়া, নওগাঁ, দিনাজপুরসহ কয়েকটি জেলায় অবৈধ মজুতের দায়ে একাধিক গুদাম সিলগালা করা হয়েছে।
বাজার অস্থিরতা ও উৎপাদনের বৈপরীত্য
এবারের বোরো মৌসুমে রেকর্ড পরিমাণ চাল উৎপাদন (২ কোটি ১৪ লাখ টন) এবং আন্তর্জাতিক বাজারে দাম নিম্নমুখী থাকার পরও দেশে চালের দাম কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা।
সিন্ডিকেটের দৌরাত্ম্য ও আমদানি ব্যর্থতা
কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন মন্তব্য করেন, ভরা মৌসুমে এই হঠাৎ মূল্যবৃদ্ধির পেছনে বাজার সিন্ডিকেটের হাত রয়েছে। তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তন হলেও ব্যবসায়ীদের লোভী মানসিকতা বদলায়নি, তারা কেবল খোলস বদলেছে।
তিনি আরও বলেন, চাল আমদানির অনুমতি থাকলেও তা পর্যাপ্ত পরিমাণে বাস্তবায়ন হয়নি। অনুমতির মাত্র এক-চতুর্থাংশ চাল আমদানি হয়েছে, কারণ বাজার নিয়ন্ত্রণে থাকা মূল সিন্ডিকেট সদস্যরাই আমদানিকারক।
তদারকি জোরদারের তাগিদ
ক্যাব সহসভাপতি মনে করেন, চালের বাজারে সবজি-মাংসের মতো নিয়মিত অভিযান দরকার। শুধু ভোক্তা অধিদপ্তর নয়, সরকারের অন্যান্য সংস্থাকেও আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সম্প্রতি দেশে রেকর্ড পরিমাণ চাল উৎপাদনের পরও বাজারে চালের মূল্যবৃদ্ধির পেছনে সিন্ডিকেটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। সরকারের বিভিন্ন সংস্থা দেশজুড়ে অভিযান শুরু করেছে, অবৈধ মজুতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।