চিকিৎসার কারণে বৃহস্পতিবার(২৫ জুলাই) ব্যাংকক গেছেন নাজমুল হোসেন শান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি।
ব্যাংকক চিকিৎসার জন্য গেছেন তবে এটি স্পোর্টস সংক্রান্ত কোনো ইনজুরি নয় বলে জানিয়েছেন শান্ত। সেখান থেকে আগামী ২৯ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এখনো বাংলাদেশ দলের মাঠে নামা হয়নি। আগামী মাসের ২১ তারিখে পাকিস্তানের মাটিতে দুইটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। তার আগে অবশ্য গতকাল থেকে প্রস্তুতিমূলক টেস্ট খেলতে মাঠে নেমেছে মুশফিকুর রহিম-মুমিনুল হকরা।
জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর শান্ত পেয়েছেন নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পুরোটা। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে জিতলেও ঢাকা টেস্টে দেখেছেন হারের মুখ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজটাও হারতে হয়েছে তার দলকে।
এবার অধিনায়ক শান্ত প্রথমবার যাচ্ছেন দেশের বাইরে টেস্ট খেলতে। প্রতিপক্ষ পাকিস্তান। যাদের বিপক্ষে টেস্টে রেকর্ড মোটেই সুবিধার নয় টাইগারদের। টেস্ট চ্যাম্পিয়নশিপে নাজুক অবস্থানে থাকা দলকে নিশ্চিতভাবেই ভালো এক অবস্থানে নিতে চাইবেন শান্ত।