Home » news » চিকিৎসার জন্য থাইল্যান্ডে গুলিবিদ্ধ বাবু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মোহাম্মদ বাবুকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে। তার চিকিৎসা ব্যাংককের বেজথানি হাসপাতালে হওয়ার কথা রয়েছে। বাবুর সঙ্গে রয়েছেন তার বোন সুবর্ণা।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন। বিমানবন্দরে তাকে বিদায় জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস (নিনস)-এর সহযোগী অধ্যাপক ও আহতদের চিকিৎসায় গঠিত টিমের সদস্য ডা. হুমায়ুন কবির হিমু জানিয়েছেন, গত ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন বাবু। গুলিটি তার পেটে ঢুকে কোমরের নিচ দিয়ে বের হয়ে যায়। এতে তার খাদ্যনালী, মূত্রনালী এবং কোমরের হাড় ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি তার শরীরের বাম দিক অবশ হয়ে যায়। সেসময় তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, মুগদা মেডিকেলে বাবুর পেটে দুটি অস্ত্রোপচার করা হয় এবং তার খাদ্যনালীর একটি অংশ কেটে ফেলা হয়। এছাড়া, তার পেটে একটি ফুটো করে মলত্যাগের ব্যবস্থা করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সেপ্টেম্বরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়।
বিএসএমএমইউ-তে চিকিৎসা চলাকালীন কিছুটা উন্নতি হলেও পরবর্তীতে শরীরে সংক্রমণ দেখা দেয়, যা তার অবস্থার অবনতি ঘটায়। মেডিকেল বোর্ড তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়। প্রায় ১৫ দিন আগে থাইল্যান্ডের চিকিৎসকরা এসে তার অবস্থা পর্যবেক্ষণ করে ব্যাংককে নেওয়ার সুপারিশ করেন।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের নির্দেশে দ্রুত বাবুকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান জানান, শুক্রবার বাবুর জন্য বিমানের টিকিট সংগ্রহ করা হয়।
আরএস