হোয়াইট হাউসের ‘চিফ অব স্টাফ’ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, সুসি একজন কঠোর, স্মার্ট, উদ্ভাবনী এবং সর্বজনীনভাবে প্রশংসিত ও সম্মানিত ব্যক্তিত্ব। আমেরিকাকে আবার গ্রেট করার জন্য সুসি অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাবে।
বিবৃতিটিতে সুসি ওয়াইলস আমাকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বিজয়গুলোর মধ্যে অন্যতম এক বিজয়কে অর্জন করতে সাহায্য করেছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সাধারণত প্রতিটি প্রেসিডেন্টের প্রশাসনিক কাজে প্রেসিডেন্টের কর্মীদের মাঝে সমন্বয়ের দায়িত্বে থাকেন। এ ছাড়া, নীতিগত বিভিন্ন বিষয়ে তারা প্রেসিডেন্টকে পরামর্শও দিয়ে থাকেন।
চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা সুসি হবেন প্রথম নারী। তিনি ১৯৮০ সালে রোনাল্ড রিগানের নির্বাচনি প্রচারশিবিরে কাজ করার মধ্য দিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। পরে ২০১০ সালে ফ্লোরিডার গভর্নর হন।
আরএস