Home » news » চিফ প্রসিকিউটরকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করলেন নুর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সম্পর্কে দেয়া বক্তব্য প্রত্যাহার করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (১৫ নভেম্বর) চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়ে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়,“ গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নূরুল হক নূর এ-র সঙ্গে কথা হয়েছে। ট্রাইব্যুনালের সামনে দেয়া বক্তব্য প্রত্যাহার করেছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে সহযোগিতার পূর্ণ আশ্বাসও দিয়েছেন।”
এর আগে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, “গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে।”
নুর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয় চিফ প্রসিকিউটরের কার্যালয়। এ-র পরই ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের বিবৃতি প্রত্যাহার করেন নুরুল হক নূর।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদত্যাগের দাবিতে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করে আইনজীবী অধিকার পরিষদ।
বিএন