চিলির উত্তরাঞ্চলে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ২ জানুয়ারি, বৃহস্পতিবার, এ ভূমিকম্পটি অনুভূত হয়।
তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আন্তোফাগাস্তার বন্দরনগরীর নিকটবর্তী এলাকায়, যা ভূপৃষ্ঠ থেকে ১০৪ কিলোমিটার গভীরে।
চিলি ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। ১৯৬০ সালে দেশের দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া অঞ্চলে রেকর্ড ৯.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যা বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হিসেবে পরিচিত। এই ঘটনায় প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে মাউলি অঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়, যা রাজধানী সান্তিয়াগোসহ আশপাশের এলাকাগুলোতে অনুভূত হয়েছিল।
আরএস//বিএন