চুয়াডাঙ্গা সদর উপজেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মহল্লার মজনু মিয়ার ছেলে শেখ মোহাম্মদ মিনহাজ কবীর রাজ (১৭) ও সদর উপজেলার কিরণগাছি গ্রামের নূরল ইসলামের ছেলে মুকুল হোসেন (৪০)।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মোটরসাইকেলযোগে বন্ধুকে নিয়ে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গায় ফিরছিলেন শেখ মোহাম্মদ মিনহাজ কবীর রাজ। বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের পুরাতন মসজিদের কাছে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দিলে দুই আরোহী আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শেখ মোহাম্মদ মিনহাজ কবীর রাজকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, রাত সাড়ে রাত ৯টার দিকে একই উপজেলার কিরণগাছি সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুকুল হোসেন আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান তিনি।