চুয়াডাঙ্গা শহরের টাউন মাঠ এলাকায় তরমুজ বিক্রিকে কেন্দ্র করে এক যুবককে পুলিশের সামনেই কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নিপুন সাহা (২৫) নামের ওই তরমুজ বিক্রেতাকে কুপিয়ে আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাতে, একই কারণে, আরো দুজন—আমিনুল ইসলাম ও রুবেল হোসেনকে কুপিয়ে জখম করা হয়। এর ফলে গত দুই দিনে তিনজনকে হামলার শিকার হতে দেখা গেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।
পুলিশের তথ্যমতে, তরমুজের মান বিশেষ করে সাদা হওয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে তর্ক-বিতর্কের পর এই সহিংসতা শুরু হয়েছে। সুনির্দিষ্টভাবে এই হামলাগুলোর পেছনে কোনো বড় পরিকল্পনা রয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি, তবে স্থানীয়রা জানিয়েছেন যে, ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে তরমুজের মান নিয়ে বিতর্ক প্রায়ই তৈরি হয়। এরই মধ্যে সহিংসতা ঘটে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ বিষয়ে বলেন, “তরমুজের সাদা হওয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে তর্ক-বিতণ্ডার ফলস্বরূপ এ ধরনের হামলা ঘটেছে।” তিনি জানান, হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ধরনের সহিংসতা স্থানীয় জনগণের মধ্যে বিশাল উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ শহরের বিভিন্ন এলাকায় তরমুজ বিক্রির সময় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে অপ্রত্যাশিত উত্তেজনা এবং সহিংসতা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে, তবে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।