চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃক আয়োজিত ‘ দি ওডিসি-২০২৫ ‘ – এ দুর্দান্ত সাফল্য দেখিয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর প্রতিযোগীরা।
দুইটি সেগমেন্টে পুরস্কার অর্জন করেছে ডুয়েটের শিক্ষার্থীরা।
ট্রাস সেগমেন্টে প্রায় ৯০ টি দলকে পিছনে ফেলে প্রথম হয়েছে পিয়াস , রাকিব ও সজিবের টিম দি কংক্রিট ট্রায়ো।
অটোক্যাড সেগমেন্টে প্রায় ৬২ টি দলের মধ্যে রানারআপ হয়েছে জাকির এবং শিহাবের টিম দি ইনফিনিটি ডুয়েট।
এই অসাধারণ অর্জনের মাধ্যমে জাতীয় পর্যায়ে ডুয়েটের শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতার প্রমাণ দিয়েছেন এবং প্রতিষ্ঠানের গর্ব বাড়িয়েছে।