লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারের দিনেও রিয়াল মাদ্রিদের জন্য কিছুটা স্বস্তির বার্তা এনেছেন কোচ কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন রিয়ালের মূল দুই গোলরক্ষক—থিবো কোর্তোয়া ও আন্দ্রে লুনিন।
আগামী মঙ্গলবার (৮ এপ্রিল) চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লন্ডনে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচে গোলপোস্টের নিচে কোর্তোয়া ও লুনিন দুজনই থাকবেন বলে জানিয়েছেন আনচেলত্তি।
আন্তর্জাতিক বিরতিতে বেলজিয়ামের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন কোর্তোয়া। ফলে তিনি রিয়ালের হয়ে শেষ তিনটি ম্যাচে মাঠে নামতে পারেননি। তার অনুপস্থিতিতে কিছু ম্যাচে লুনিন খেললেও, মাংসপেশির অস্বস্তির কারণে ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হয়। সেই ম্যাচে গোলবার সামলান ১৯ বছর বয়সী ফ্র্যান গঞ্জালেজ, যিনি মূলত রিয়াল মাদ্রিদের ‘বি’ টিম কাস্টিলার নিয়মিত খেলোয়াড়।
তবে আর্সেনালের মতো শক্তিশালী দলের বিপক্ষে এই অনভিজ্ঞ তরুণকে আর দায়িত্ব নিতে হচ্ছে না। আনচেলত্তি আশ্বাস দিয়ে বলেন,
লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারের দিনেও রিয়াল মাদ্রিদের জন্য কিছুটা স্বস্তির বার্তা এনেছেন কোচ কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন রিয়ালের মূল দুই গোলরক্ষক—থিবো কোর্তোয়া ও আন্দ্রে লুনিন।
তবে ম্যাচের আগের দুশ্চিন্তা অন্য জায়গায়। লিগ টেবিলের ১৫তম স্থানে থাকা ভ্যালেন্সিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে রিয়াল। এখন সেই হতাশা কাটিয়ে আর্সেনালের মতো আক্রমণভাগে শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে তাদের।
আনচেলত্তি নিজেও মানছেন ম্যাচের পার্থক্য। তিনি বলেন, “এটা ভিন্ন লড়াই হবে। আর্সেনাল অনেক বেশি আক্রমণাত্মক খেলে।”
উল্লেখ্য, রিয়াল মাদ্রিদ আর আর্সেনাল এর আগে মাত্র দুটি ম্যাচে মুখোমুখি হয়েছিল। ২০০৫-০৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে প্রথম লেগ ড্র করার পর দ্বিতীয় লেগে ১-০ গোলে হেরে বিদায় নেয় রিয়াল। এবার কী তারা বদলা নিতে পারবে, সেটাই দেখার বিষয়।