আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি’তে খেলা হচ্ছে না ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহর। বর্তমান সময়ে বিশ্বের অন্যতম পেসারদের একজন ডানহাতি এই পেসার। বুমরাহর দলে না থাকায় বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেলো ভারত।
হাইব্রিড পদ্ধতিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফির জন্য সবার আগে গেলো বছরের জুনে বুমরাহকে রেখেই ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছিলো ভারত। একই সঙ্গে চলমান ইংল্যান্ড সিরিজের দলেও রাখা হয়েছে বুমরাহকে। ধারণা করা হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ান্ডে বাইশগজে নামবেন বিশ্বের অন্যতম এই পেসার। তবে ফিটনেস উন্নতি না হওয়ায় তাকে স্কোয়াড থেকে সরিয়ে নেয় ভারতীয় ক্রিকেট।
বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছিলো , শেষ মুহূর্ত পর্যন্ত দলের সেরা পেসারের জন্য অপেক্ষা করতে চায় তারা। তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবরে বলা হয়, বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে বুমরাহর পিঠের স্ক্যান করা হয়েছে। সেখানে প্রত্যাশার ফল পাওয়া যায়নি। যে কারণে শিগগিরই বোলিং অ্যাকশনে ফেরা হচ্ছে না তার। বুমরাহর পরিবর্তে স্কোয়াডে নেওয়া হয়েছে তরুণ তুর্কি হার্ষিত রানাকে।
চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত। ২০ ফেব্রুয়ারি দুই দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ভারত ও নিউজল্যান্ডের বিপক্ষে খেলবে যথাক্রমে ২৩ ফেব্রুয়ারি ও ২ মার্চ।
আরইউএস