সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো ‘টু দ্য পয়েন্ট’-এ উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করার সময় দীপ্তি চৌধুরী তাঁর ধৈর্য এবং মার্জিত আচরণের মাধ্যমে পরিস্থিতি সামাল দেন, তবে এই ঘটনায় তিনি সমালোচিত হয়েছেন।
ভিডিওতে দেখা যায়, ছাত্রদল সভাপতি রাকিবকে দীপ্তি চৌধুরী প্রশ্ন করেন, “আপনার ছাত্রত্ব আছে কি?” রাকিব এর উত্তরে বলেন, “না, আমার ছাত্রত্ব নেই।” এরপর দীপ্তি আরও জানতে চান, “তাহলে আপনি কিভাবে ছাত্রদলের সভাপতি?” রাকিব উত্তরে বলেন, “এ ধরনের প্রশ্ন আপনি যদি ফ্যাসিস্ট হাসিনার আমলে জিজ্ঞেস করতেন, তাতে ভালো হতো।” এই উত্তরের পর দীপ্তি চৌধুরী বলেন, “এই প্রশ্নের সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার কোনো সম্পর্ক নেই।” এভাবে দু’জনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
এই ঘটনায় সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন। তিনি বলেন, “রেকর্ডিংয়ের অফ-রেকর্ড কথাবার্তা প্রচার করা সাংবাদিকতার নীতির বিরুদ্ধে।” তিনি ছাত্রদল সভাপতির সঙ্গে কী হয়েছে, তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে উল্লেখ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনুরোধ জানান।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে দীপ্তি চৌধুরীর সাংবাদিকতা নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন, যার মধ্যে তাঁর নৈতিকতা নিয়ে প্রশ্নও উঠেছে।