বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজয়ের পর বাংলাদেশে এক নতুন দৃশ্যপট দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা রাস্তা পরিষ্কার থেকে শুরু করে ট্রাফিক নিয়ন্ত্রণ পর্যন্ত সবকিছুই সামলাচ্ছেন।
এই উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা মানুষের প্রশংসা কুড়াচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি এই উদ্যোগ নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী পারসা ইভানাও।
সম্প্রতি নিজের ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, “উত্তরাতে রাস্তা পরিষ্কার করার জন্য বা দেয়ালে রং করার কাজে আমি সাহায্য করতে পারি।” পোস্টের মন্তব্যে তিনি আরও লিখেছেন, “একটা বিশ্বস্ত সোর্স দরকার, আমাকে জানান আপনারা, কোথায় আসতে হবে।”
পরে, ফেসবুকে শিক্ষার্থীদের রাস্তা পরিষ্কার করার কিছু ছবি পোস্ট করে পারসা ইভানা লিখেছেন, “আমরাই বাংলাদেশ।”
এমএ//