জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মো.সিফাত হারুন আব্দুল্লাহ খানের উদ্যোগে ক্যারিয়ার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১মার্চ) আইন ও বিচার বিভাগের করিডোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘BSL ক্যারিয়ার সেমিনার’ শীর্ষক এ আয়োজনে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করা শিক্ষার্থীদের সঠিক ক্যারিয়ার নির্দেশনা দিতেই এমন আয়োজন বলে জানান মো.সিফাত হারুন আব্দুল্লাহ খান।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। ক্যারিয়ার সেমিনার বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মনির আলম, সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সহকারী বিচারক তানিয়া আক্তার, এডভোকেট মোজাম্মেল হক।
উক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ‘বাঙালির আত্মপরিচয়ের একুশ ও ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা’ শীর্ষক শিরোনামে আলোচনা সভা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। পরবর্তীতে সেমিনার বক্তৃতারা নিজ নিজ পেশায় প্রবেশের সুযোগ এবং প্রতিবন্ধকতা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপাচার্য সৌমিত্র শেখর বলেন, ‘বঙ্গবন্ধু ভাষা আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতা অর্জিত হয়েছে তার নেতৃত্বেই। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় বঙ্গবন্ধুর সেই নেতৃত্বকে অনুসরণ করবে। এমন শিক্ষার্থী বান্ধব কাজ করবে। একটা সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ে তুলতে তাদের সাহসী ভূমিকা থাকবে সবসময়।’
এছাড়া সার্বিক তত্ত্বাবধানের দ্বায়িত্বে থাকা শিক্ষার্থী প্রতাপ রয় বলেন, ছাত্রলীগ সবসময় একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ চিন্তা করে। সেই যায়গা থেকে আইন অনুষদ ছাত্রলীগ এইসব শিক্ষার্থী বান্ধব আয়োজন করে থাকে। আগামীতেও থাকবে।
রিভা সুলতানা,
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।