রোববার (৩১ মার্চ) বিকেলে কাকরাইলের একটি হোটেলে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,দেশে আজ সুশাসন নেই। এ অবস্থায় অধিকার আদায়ের লড়াইয়ে জনগণই একমাত্র হাতিয়ার। আমাদের আর কোনো হাতিয়ার নেই। তাই অধিকার আদায়ে সবাইকে উঠে দাঁড়াতে হবে। এরইমধ্যে ছাত্রলীগের সন্ত্রাসীরা জোর করে প্রবেশ করে বিশ্ববিদ্যালয় দখল করতে চায়।
তিনি আরো বলেন,সময়টা বাংলাদেশের মানুষের জন্য দুঃসময়। নিত্যপণ্য এখন ক্রয়ক্ষমতা ও মানুষের সাধ্যের বাইরে। এ অবস্থায় অধিকার আদায়ে দেশবাসীকে আবারও উঠে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।