কোটা সংষ্কারের দাবিতে চলমান আন্দোলনে মঙ্গলবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় ঘটনা ঘটেছে। ছাত্রলীগের ব্যানারে এসব হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার কোটা সংষ্কার আন্দোলনকারীদের ওপর হামলার পর ছাত্রলীগকে বয়কটের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে(শেকৃবি) বিভিন্ন অনুষদ এবং ব্যাচের ছাত্রলীগ সহপাঠীদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ বয়কটের ডাক দিচ্ছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাত ৯টা প্রতিবেদনটি লেখা পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তত ৬ টি ব্যাচের বয়কটের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ছাত্রলীগ কর্মী নাদিরুজ্জামান নিশাদ কে কৃষি অর্থনীতি চতুর্দশ (কিম্ভুত চতুর্দশ) থেকে বহিষ্কার ঘোষণা করেছে ব্যাচের শিক্ষার্থীরা। তাদের ফেসবুক এক বিবৃতি থেকে জানা যায়, “আমরা আগেই বলে রেখেছি কেউ যদি এ নৃশংসতম কর্মকান্ডে লিপ্ত থাকে তবে সে আমাদের অস্তিত্বের অংশীদারত্ব হারাবে। নাদিরুজ্জামান নিশাত কে আমরা সজ্ঞানে ভেবে চিন্তে আমাদের বিভাগ থেকে, আমাদের ক্লাসের সমস্ত কার্যক্রম থেকে বহিস্কৃত করলাম। যদি তার কার্যক্রমে নিজের বিবেকবোধ জাগ্রত হয় তবে আমরা পুনরায় একত্র হবো। তবে ততদিন আপনারা কেউ এই ব্যাক্তিকে আমাদের বিভাগের হিসেবে আখ্যা দিতে আসবেন না।”
অন্যদিকে ছাত্রলীগ কর্মী এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থীরা তাদের নিজস্ব ফেসবুক পেজে পোস্ট দিয়ে রবিউল ইসলাম রাকিবকে (রেজিষ্ট্রেশন নংঃ১৯-০৯৮০৪) শিক্ষার্থীদের উপর হামলা, হেনস্তা এবং আক্রমণের সাথে সংশ্লিষ্ট থাকায় ক্লাসের সকল কার্যক্রম থেকে বয়কট করার ঘোষণা দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল স্যায়েন্স এন্ড ভেটেরিনারি অনুষদের ১০ ব্যাচের শিক্ষার্থী অস্মিত মজুমদার অর্ঘ্যকে ছাত্রলীগ সংশ্লিষ্টতায় বয়কটের ঘোষণা দিয়েছে তার সহপাঠীরা।
এছাড়াও শেকৃবি কৃষি অর্থনীতিবিদ ছাত্র সমিতির সভাপতি আরিফুল আরিফকে একই কারণে শিক্ষার্থীরা বয়কটের ডাক দেন। তারা প্রতিবাদ স্বরূপ অনুষদ ভিত্তিক মেসেঞ্জার গ্রুপ থেকে লিভ নেন। এই ব্যাপারে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শুধু গ্রুপ থেকে লিভ নিলেও ওদের মতো অমানুষদের লজ্জা হবেনা কখনো। এদের ছবি পাব্লিকলি পোস্ট ও করা উচিত। সন্ত্রাসদের সাথে আমরা ক্লাস করবো না”।
শিক্ষার্থীরা ফেসবুকে পোস্ট করে লিখছেন, ‘যদি কোনো ব্যাচমেট বর্তমানে বা ভবিষ্যতে সাধারণ ছাত্র-ছাত্রী তথা আমাদের ভাই-বোনদের ওপর আক্রমণে জড়িত থাকে, তবে তাকে আমাদের ব্যাচ থেকে বাদ দেওয়া হবে। সে কোনো ক্লাস বা পরীক্ষায় অংশ নিতে পারবে না এবং আমাদের ব্যাচের পক্ষ থেকে তাকে সম্পূর্ণভাবে বয়কট করা হবে।’