জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানি ও হেনস্তার ঘটনায় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ (HRM) এর সহকারী অধ্যাপক সাজন সাহাকে স্থায়ী বরখাস্ত এবং সহযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্রকে সাময়িক বরখাস্ত করেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৪ তম বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে উক্ত ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটির কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে সিন্ডিকেটের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস জুড়ে আনন্দ মিছিল করেন।
উল্লেখ্য, গত ৩ মার্চ শারীরিক এবং মানসিক নির্যাতনের লিখিত অভিযোগ করেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দা সনজানা আহসান ছোঁয়া।
রিভা সুলতানা,
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।