বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের সাথে জরুরি বৈঠকের সুপারিশের ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
৭ই আগস্ট (বুধবার ) ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবীর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৭আগস্ট থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের সাথে এক জরুরি বৈঠকের সুপারিশের ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তবে ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা হলেও বন্ধ হয়নি শিক্ষক রাজনীতি ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী রাজনীতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ছাত্ররাজনীতি বন্ধসহ বিভিন্ন শিক্ষক রাজনীতি বন্ধের দাবি জানানো হয়।
এছাড়াও বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও উপাচার্যের পদত্যাগের দাবি তোলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এর পরিপ্রেক্ষিতে বুধবার বিশ্ববিদ্যালয়ে দুই ডিন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট এবং প্রক্টরকে অব্যাহতি দিয়ে এক অফিস আদেশ প্রকাশ করা হয় এবং প্রশাসনিক কিছু পদে নবনিযুক্ত করা হয়।
শিক্ষার্থীদের সাথে আলোচনা না করে নতুন প্রশাসন ঘোষণা করায় রাতে নতুন প্রক্টরকে তালাবদ্ধ করে বিক্ষোভ চালায় শিক্ষার্থীরা এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচী ঘোষণা করেন।
উল্লেখ্য, ৬ আগস্ট (মঙ্গলবার ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রাথমিক ৭ দফা দাবি জানায় শিক্ষার্থীরা।
রিভা/আরএ//