ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক জায়েদ খান প্রতিনিয়তই থাকেন আলোচনায়। সম্প্রতি তিনি টাঙ্গাইল গেলেন হেলিকপ্টারে চড়ে। সেখানে গিয়ে ‘মি. কাট’ নামে একটি সেলুন উদ্বোধন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন অভিনেতা ডি এ তায়েব ও ইসরাত পায়েল। সেখানে উপস্থিত জনতাকে নিয়ে একসাথে সেলফিও তুলেছেন তিনি।
জায়েদ খান বলেন, ‘আগে দর্শনদারী, তারপর গুণবিচারি। মানুষের সব সৌন্দর্যের জায়গা হল চুল। ছেলেদের সব সুন্দর শুরু হয় কিন্তু চুলে। একটা ছেলেকে পরিবর্তন করে দেয় চুল। কাল রাতে চুল কেটেছি, আজকে গেটআপ চেইঞ্জ।’
উল্লেখ্য, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে জায়েদ খানের সিনেমা ‘সোনার চর’। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন।