অভিনেতা নয়। পরিচালক হিসেবে বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শোনা যাচ্ছে, একটি ওয়েব সিরিজ়ের মাধ্যমেই হাতে খড়ি হচ্ছে আরিয়ানের। ওয়েব সিরিজ়ের নাম ‘স্টারডম’। সেই ওয়েব সিরিজ়ের শুটিং এর মধ্যেই শেষ। ‘স্টারডম’-এ বিশেষ ভূমিকা রয়েছে স্বয়ং শাহরুখেরও।
এই ওয়েব সিরিজ়ে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন একাধিক তারকা । প্রথম থেকেই জল্পনা ছিল, আরিয়ানের সিরিজে কি দেখা যাবে শাহরুখকে? অনেকেই মনে করছিলেন, ক্যামিয়ো চরিত্রেই হয়তো তাঁকে দেখা যাবে।
কিং খান রয়েছেন ‘স্টারডম’-এর টেকনিক্যাল টিমে। জানা যাচ্ছে, আরিয়ান যে হেতু একেবারেই এই কাজে নতুন, তাই তাঁকে চালনা করার জন্য সেট-এ বার বার আসেন তিনি। আরিয়ানকে নিয়মিত এই সিরিজ নিয়ে পরামর্শও দিচ্ছেন। ছেলের কাজ সহজ করে তোলার জন্যই সাহায্য করছেন বাবা শাহরুখ।