আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় ছিল অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী শবনম বুবলীর নতুন সিনেমা ‘জংলি’। কথা ছিল ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘জংলি’। কিন্তু আসি আসি করেও আসছে না ছবিটি। তবে দিল নতুন খবর। সিনেমাটিতে শুধু শবনম বুবলী না, প্রার্থনা ফারদিন দীঘিও থাকছেন সিয়াম আহমেদের বিপরীতে। নির্মাতা এম রাহিম নিশ্চিত করেছেন খবরটি।
নির্মাতা বলেন, ‘হ্যাঁ, দীঘিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই সিনেমায়। সিয়ামের বিপরীতেই অভিনয় করছে দীঘি। ছবিটির জন্য সে অনেক পরিশ্রম করেছে, নিজেকে তৈরি করেছে। আমার বিশ্বাস, দীঘির অভিনয় দর্শক-সমালোচকরা মনে রাখবেন।’
সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে দীঘি বলেন, ‘পোস্টার প্রকাশের মাধ্যমে যখন জংলির ঘোষণা দেয়া হয়, তখনই সিনেমায় আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হই আমি। এতদিন নিজেকে প্রস্তুত করে তবেই শুটিংয়ে নেমেছি। ঈদের পর পরই সিনেমাটি নিয়ে হলে সবার সঙ্গে দেখা হচ্ছে।’