বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেছেন, জনগন ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্র সফল হবেনা। যেকোনো ষড়যন্ত্র, প্রচেষ্টা রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
জামালপুরের ইসলামপুরে শ্রমিক দল ময়মনসিংহ বিভাগ ও কুলকান্দি ইউনিয়ন বিএনপির আয়োজনে মঙ্গলবার (২৫
মার্চ) বিকালে কুলকান্দি শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিণী অলিফা আক্তার কান্তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন-ছাত্র-জনতার আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। একটা অর্জন হয়েছে । গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে।
মঙ্গলবার (২৫ মার্চ)বিকালে কুলকান্দি শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত
কুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নুর ইসলামের সভাপতিত্বে ও জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুস সোবহান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু,শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ আবু সাঈদ, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নবাব, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মিজানুর রহমান খান ( বীর প্রতীক),আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, কৃষক দলের সভাপতি মোঃ রেহান আলী, সাধারন সম্পাদক, মোয়াজ্জেম হোসেন,
উপজেলা মহিলা দলের সভানেত্রী নাহিদা খানম সুলেখা,ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি ও বিএনপির নেতা,মোঃ মোরাদুজ্জামান মুরাদ প্রমুখ
পরে আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও আলিফা আক্তার কান্তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।