দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের ৪১ তম জন্মদিন আজ। জন্মদিনের দিন ‘পুষ্পা টু’ ছবির একটি নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে ভক্তদের বিশেষ চমক উপহার দিলেন আল্লু অর্জুন।
এক মিনিট আট সেকেন্ডের টিজারটিতে মুখে নীল রং মাখা, শাড়ি পরা ও হাতে ত্রিশূল নিয়ে হাঁটতে দেখা গেছে আল্লু অর্জুনকে। ত্রিশূল দিয়ে কপাল কেটে শঙ্খ বাজাচ্ছেন। আর শেষে পর্দায় ফুটে ওঠে, ‘দ্য রুল বিগিনস ১৫ আগস্ট।’
এই ছবির টিজার মাত্র এক ঘণ্টায় চব্বিশ লাখেরও বেশি ভিউ পেয়েছে।