জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা বেড়েছে। অন্যান্যবারের তুলনায় এবার ৫০ টি আসন বেড়েছে। বিভিন্ন বিভাগে এই ৫০টি আসন বৃদ্ধি পেয়ে মোট আসন সংখ্যা ২৮১৫ টি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.আইনুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। রেজিস্ট্রার আইনুল ইসলাম বলেন, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫০ টি আসন বৃদ্ধি পেয়েছে। জবিতে আগে আসন সংখ্যা ছিলো ২ হাজার ৭৬৫ টি। এবার ৫০ টি বৃদ্ধি পেয়ে আসন সংখ্যা হয়েছে ২৮১৫ টি। এর মধ্যে কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বৃদ্ধি পেয়েছে ১০টা, ফার্মেসি বিভাগে ১০ টা, প্রান রসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগে ৫ টা, বায়োকেমেস্ট্রি ও মলিকুলার বিভাগে ১০ টা, এবং চারুকলা অনুষদে ২০ টা। মোট হিসাবে ৫৫ টা আসন বাড়লেও নাট্যকলা বিভাগে ৫টা আসন কমেছে। ফলে মোট আসন বেড়েছে ৫০টা।
সূত্র জানায়, এবারের বিজ্ঞান এবং লাইফ এ্যান্ড আর্থ সাইন্স অনুষদে মোট আসন ৮৬০টি, কলা, সামাজিক এবং দুইটি ইনস্টিটিউটে ১২৭০টি, বাণিজ্য অনুষদে ৫২০ টি এবং বিশেষায়িত ৬টি বিভাগে ১৬৫ জন শিক্ষার্থী ভর্তি হবার সুযোগ পাবেন।
এবছর ১৪ জানুয়ারি যাত্রা শুরু করেছে চারুকলা অনুষদ। এর আগে গত বছরের ৬ ফেব্রুয়ারি ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য নামে তিনটি বিভাগের অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। চারুকলা বিভাগকে ভেঙে অনুষদে রুপান্তরিত হয়ে এ তিনটি বিভাগ করা হয়।