জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় ৫২০টি আসনের বিপরীতে ২০,১১২ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, অর্থাৎ প্রতি আসনের জন্য ৩৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
পরীক্ষাটি দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলবে।
এবারের ভর্তি পরীক্ষায় মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি অংশে ২৪ নম্বর এবং লিখিত অংশে ৪৮ নম্বর বরাদ্দ রয়েছে। এছাড়া এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের আসনের জন্য হাজারো শিক্ষার্থী এবারও তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে প্রস্তুতি নিয়েছেন। তাদের জন্য এ পরীক্ষায় সফল হতে হলে অবশ্যই সর্বোচ্চ প্রস্তুতি প্রয়োজন।