জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং আইসিএবি’র সাথে কোর্স অব্যাহতি বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় রাজধানীর কারওয়ান বাজারে আইসিএবি’র কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং আইসিএবি’র বর্তমান সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দীন ও সাবেক সভাপতি ও কাউন্সিল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে জবির হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থীরা সিএ (চার্টার্ড একাউন্ট্যান্টস) প্রোগ্ৰামের চারটি কোর্সে অব্যাহতি পাবে।
অব্যাহতি নীতিমালা প্রণীত হওয়ার পর ‘আইসিএবি’ ২০১৬ সালে প্রথম জবি’র হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাথে চুক্তি করেছিল। গত ১১ জুন নতুন সিপিএল নীতিমালা অনুমোদিত হয়েছে। নতুন নীতিমালার অধীনে এবারও জবি’র হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাথে প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো।
হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এই চুক্তি দ্বারা এআইএস বিভাগের ছাত্র-ছাত্রীরা তথা জগন্নাথ বিশ্ববিদ্যালয় যথেষ্ট উপকৃত হবে। আইসিএবি’র বর্তমান সভাপতি, সাবেক সভাপতি এবং আইসিএবি ম্যানেজমেন্ট টীমের সংশ্লিষ্ট সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম আর আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।
উল্লেখ্য, ‘আইসিএবি’ তথা দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ হলো বাংলাদেশে পেশাজীবী হিসাববিজ্ঞানীদের জাতীয় সংস্থা।
এই প্রতিষ্ঠানটি ১৯৭৩ সালে পাশকৃত বাংলাদেশ চার্টার্ড একাউন্ট্যান্টস অধ্যাদেশ (১৯৭৩-এ রাষ্ট্রপতির দ্বিতীয় অধ্যাদেশ) অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এ সংস্থার প্রশাসনের দায়িত্বে নিয়োজিত। বাংলাদেশে হিসাববিজ্ঞান পেশার গুনগত মান, পেশাগত নৈতিকতা, উন্নয়ন, প্রশিক্ষন, প্রসার ও রক্ষণাবেক্ষণে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।