জগন্নাথ বিশ্ববিদ্যালয় জার্নাল অব সাইন্সের দশম ভলিউমের ১ ও ২ সংখ্যা উন্মোচন করা হয়েছে। প্রথমবারের মতো জার্নালের আর্টিকেলসমূহ ‘ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার’ (ডিওআই) নম্বর এবং ‘ওপেন অ্যাকসেস’ প্রাপ্ত হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) উপাচার্যের কনফারেন্স রুমে জার্নালটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
মোড়ক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, বিজ্ঞান এমন একটা বিষয় যা সবকিছুর মূলে চালিকা শক্তি হিসেবে কাজ করে। আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছা ও অভিব্যক্তি আমাদের গবেষনা বৃদ্ধি করতে হবে, আর এই গবেষনা বৃদ্ধির জন্য অল্প পুঁজিতে যে কিছু করতে পেরেছি সে অনুভূতি বিশাল।
তিনি আরো বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষনা ক্ষেত্রে অনুদান বৃদ্ধি পেলে আমরা অনেকটা এগিয়ে যাবো। এছাড়াও নিজস্ব মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে গবেষনার জন্য অনুদানের ব্যবস্থা করতে হবে। আর জার্নালগুলোর সম্প্দনা পর্ষদে আন্তর্জাতিক গবেষক অন্তর্ভুক্ত করলে গবেষনার মান আরো বৃদ্ধি পাবে।”
জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব সাইন্সেসের প্রধান সম্পাদক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী।
এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন সহ উক্ত জার্নাল কমিটির সম্পাদনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জার্নাল কমিটির সহযোগী সম্পাদক অধ্যাপক ড. আবদুস সামাদ।
উল্লেখ্য, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার হল সংখ্যা, অক্ষর এবং প্রতীকগুলির একটি স্ট্রিং যা একটি নিবন্ধ বা নথিকে অনন্যভাবে সনাক্ত করতে এবং এটিকে একটি স্থায়ী ওয়েব ঠিকানা প্রদান করতে ব্যবহৃত হয়। একটি ডিওআই পাঠককে সহজেই উদ্ধৃতি থেকে একটি নথি সনাক্ত করতে সাহায্য করবে।
মো. জুনায়েদ শেখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়