অতীতের সব ছাপিয়ে এই ঈদে মারজুক রাসেল ও আলী হাসান দুজনেই যেন হাজির হলেন নতুন অবতারে। প্রথমবার পুরো একটা র্যাপ গান গাইলেন মারজুক রাসেল। তার সঙ্গে সমানে সমান পাল্লা দিয়েছেন আলী হাসান। গানটির শিরোনাম ‘নানা নাতি’।
নানা ও নাতির আবহমান বাংলার দুটি চরিত্রের কথোপকথন উঠে এসেছে এই গানে। মারজুকের সঙ্গে পাল্লা দিয়ে গাওয়ার পাশাপাশি এটি লিখেছেন আলী হাসান নিজেই। এতে মারজুক রাসেলকে দেখা গেছে নানার গেটআপে, আর আলী হাসান সেজেছেন নাতি।
ঈদ উপলক্ষে ‘নানা নাতি’ নামের এই র্যাপ গানটি ১৬ জুন রাতে প্রকাশ হয়। কয়েক দিনেই গানটি ভাইরাল হয়ে গেছে। গানটিতে মূলত উঠে এসেছে বাংলার অতীত ও বর্তমানের সামাজিক প্রেক্ষাপট। যেখানে নানা তুলে ধরেছেন তাদের সময়কার সামাজিক রীতিনীতি ও জীবনমানের গল্প। আর নাতি তুলে ধরেছেন এই সময়ের চিত্র।