শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম ‘শিরোনামহীন’ যুক্তরাজ্যে নিলামে রেকর্ড ৬ লাখ ৯২ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আধুনিক ও সমসাময়িক দক্ষিণ এশিয়ার আর্ট’ শিরোনামের এক নিলামে চিত্রকর্মটি নিলামে তোলে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ১৯৭০ সালে আঁকা চিত্রকর্মটি বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ২৫ লাখ টাকায়।
এ চিত্রকর্মটি শিল্পী জয়নুল আবেদিনের পক্ষ থেকে চেদোমিল প্লাজেককে উপহার দেওয়া হয়েছিল।

৩০০ বছর ধরে নিলাম করা প্রতিষ্ঠান সদবি’স এ নিয়ে বলছে:
কাগজের ওপর কালো কালির রেখা ও ওয়াশের মাধ্যমে অঙ্কিত ‘শিরোনামহীন’ চিত্রকর্মটিতে শিল্পী জয়নুল আবেদিন এক মৃত মা ও শিশুর অবয়ব ফুটিয়ে তুলেছেন এই শিল্পী।