জয়নাল আবেদীন জয়,জয়পুরহাট জেলা প্রতিনিধি:জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে মোঃ সেলিম (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে । আজ সোমবার দুপুরে পাঁচবিবি রেলশেষ্টনে এদূর্ঘটনা ঘটে। নিহত যুবক সৈয়দপুর উপজেলার গোলাহাট গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।
পাঁচবিবি থানার এস আই সুশান্ত জানান, রাজশাহীর একটি বিয়ে বাড়ী থেকে সেলিম সহ অন্যান্য বড়যাত্রীরা রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে আসছিল।
কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন কে পার্সিং করার জন্য পাঁচবিবি রেলশেষ্টনে ট্রেনটিকে দাঁড় করিয়ে রাখে।
সেলিম রেল থেকে নেমে পূর্ব পাশে আখের রস খাওয়ার জন্য রেললাইন অতিক্রম করে।
এসময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন টি দ্রুতগতিতে আসলে ট্রেনের নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।