১। অদ্য ২৪ এপ্রিল ২০২৪ তারিখ আনুমানিক ১১৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে লেঃ কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, অধিনায়ক, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর নির্দেশনা অনুযায়ী নম্বর-৯১৭৭০ সিপাহী মোঃ আরফিকুল ইসলাম এর সোর্স মারফত হাটখোলা বিওপির নম্বর-৬৩৯৭১ নায়েক মোঃ আতোয়ার রহমান এর নেতৃত্বে ০৪ সদস্য বিশিষ্ট বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮০/১৫-এস হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম উচনা (মঞ্জুরুল ইসলামের বাড়ীর সামনে) নামক স্থানে ইটের সলিং রাস্তার উপর থেকে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়ার পথিমধ্যে ১৬টি স্বর্ণের বার, ০১ টি মোটর সাইকেল এবং বাংলাদেশী নগদ ২০/- টাকাসহ ০১ জন বাংলাদেশী নাগরিক মোঃ মিনহাজুল ইসলাম (৩৩), পিতা-মোঃ জহির উদ্দিন, গ্রাম-পশ্চিম উচনা, পোষ্ট-ধরঞ্জী, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের বার ১৬ টি’র সর্বমোট ওজন ০১ কেজি ৬৫০ গ্রাম (১৫৯ ভরি ০৩ আনা) এবং যার বর্তমান মূল্য ১,৯০,৩৮,৮২৫/- (এক কোটি নব্বই লক্ষ আটত্রিশ হাজার আটশত পঁচিশ) টাকা। উল্লেখ্য, উদ্ধারকৃত ১৬ টি স্বর্ণের বারসহ অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ১,৯১,৫৮,৮৪৫ (এক কোটি একানব্বই লক্ষ আটান্ন হাজার আটশত পঁয়তাল্লিশ) টাকা।
২। উদ্ধারকৃত মোটর সাইকেল ও নগদ টাকাসহ ধৃত আসামীকে পাঁচবিবি থানায় হস্তান্তর এবং স্বর্ণ জয়পুরহাট জেলা ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।