জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মৃধাপাড়া এলাকার আবুল হোসেন নামে এক ব্যাক্তির জমির প্রায় ১শ কলাগাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানায় অভিযোগ থেকে জানাযায়, উপজেলার মৃধাপাড়া গ্রামের কাবেজ উদ্দীনের স্ত্রী মাছুদা বিবি, ছেলে মামুনুর রিশদ ও মাসুদ রানার সঙ্গে একই এলাকার মৃত কহির উদ্দীন প্রামণিকের ছেলে আবুল হোসেনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় বিবাদারী যোগসাজশে আবুল হোসনের ক্রয়সূত্রে পাওয়া উক্ত সম্পত্তি দখলের পাঁয়তারা করছেন বলেও অভিযোগ করেন। এঅবস্থায় চলতি মাসের ৯ এপ্রিল রাতের আঁধারে আবুল হোসনের জমিতে লাগানো প্রায় শতাধিক কলাগাছ বিবাদীরা কর্তন করে। এদিকে থানায় অভিযোগের পর আবুল হোসেনকে হুমকি দিচ্ছেন বলেও জানান তিনি। তবে অভিযোগের বিষয়ে বিবাদীদের কাছে জানতে চাইলে তারা অভিযোগ অস্বীকার করেন বলেন, নদীর খননের কারনে জমিটির একপাশ ক্ষতি হয়েছে। একারনে জমিটির ক্ষতির অংশ উভয়ের ভাগে নেওয়ার জন্য বলা হয়েছে।
মোঃ জয়নাল আবেদীন জয়
জয়পুরহাট