ছয় দফা দাবিতে জয়পুরহাটে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জনের কার্যালয়ে সামনে তিন ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার পাঁচটি উপজেলার সকল স্বাস্থ্য সহকারীদের অংশগ্রহণে জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এ আয়োজন করে।
অবস্থান কর্মসূচিতে জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল মোস্তাহিদ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন সহ-সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুর মজিদ, সাংগঠনিক সম্পাদক রেজাউন্নবী রানু ও মহিলা বিষয়ক সম্পাদক মোমেনা আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জাতিসংঘ কর্তৃক সাউথ সাউথ পুরস্কার, ভ্যাকসিন হিরো, এমডিজি-৪ সহ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ টিকাদানকারীর পুরস্কার অর্জনসহ মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো, পোলিও মুক্তকরন এসব অর্জন তাদের অবদান। নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ১৪ তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করনসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
অন্যদিকে, জয়পুরহাটে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতিতে ভ্যাকসিন কার্যক্রম ও ইপিআই রিপোর্ট প্রস্তুতিতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. আল মামুন।