জয়পুরহাট জেলা স্টুডেন্টস এসোসিয়েশন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আয়োজনে জয়পুরহাটে অবস্থিত হাবিপ্রবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৭ মার্চ জয়পুরহাটের জে ক্লাউড রেস্টুরেন্টে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে জয়পুরহাটে অবস্থিত দেশের বিভিন্ন অঞ্চলের হাবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা এবং জয়পুরহাটের বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাবেক শিক্ষার্থীরা বলেন, হাবিপ্রবিতে কাটানো সময়গুলো আমাদের জীবনের এক সুন্দরতম অতীত।হাবিপ্রবির আমাদের একটি সুন্দর পরিচয় দান করেছে।যা আমাদের জীবনের একটি অন্যতম বড় অর্জন।আমরা আশা রাখবো আমাদের অনুজরা আরো ভালো কিছু অর্জনের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম সারাদেশে উজ্জ্বল করবে।
বর্তমান শিক্ষার্থীরা বলেন,আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের সাথে এমন সুন্দর আয়োজনের মাধ্যমে আমরা পরিচিত হতে পারলাম। আমাদের প্রাক্তনরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থেকে দেশবাসীর সেবা করছেন।আমরাও ইনশাআল্লাহ দেশের মানুষের সেবা করতে চাই।সেক্ষেত্রে আমাদের প্রাক্তনদের সুন্দর পরামর্শ ও সহযোগিতা একান্ত কাম্য।