জয়পুরহাট চিনিকলে বৃক্ষরোপণ অভিযান- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সবুজ গাছ ,সবুজ প্রাণ, গড়বো সবুজ দেশ,সবুজ বনই বাঁচিয়ে রাখবে এই বিশ্ব পরিবেশ , এই প্রতিপাদ্যের অংশ হিসেবে জয়পুরহাট চিনিকলে একটি আম গাছের চারা রোপণ করা হয়।
আজ ২৪ জুলাই (বৃহস্পতিবার) জয়পুরহাট চিনিকলের সুযোগ্য ও সুদক্ষ ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ জনাব,মোঃ খবির উদ্দিন মোল্ল্যা , চিনিকলের দ্বীপ পুকুর পাড়ে একটি আম গাছের চারা রোপণের মধ্যে দিয়ে বৃক্ষরোপণ অভিযান ২০২৫ এর শুভ উদ্বোধন করেন। এসময় শ্রমিক কর্মচারী ও কর্মকর্তার উদ্দেশ্যে এমডি বলেন বৃক্ষরোপণ কর্মসূচি হল পরিবেশ সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ফলবৃক্ষ ফল দেয়,
বায়ু দূষণ কমানো যায়, গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে, এবং পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । এছাড়াও, বৃক্ষরোপণ ভূমিক্ষয় রোধ করে এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে।এ সময় উপস্থিত ছিলেন চিনিকলের জিএম (অর্থ) জনাব ,মোঃ আতিকুজ্জামান, জিএম (কৃষি) কৃষিবিদ জনাব,মোঃ তারেক ফরহাদ ,জিএম ( কারখানা) জনাব, মোঃ আব্দুর রাজ্জাক, জিএম (প্রশাসন) ডিজিএম (সমপ্র:) কৃষিবিদ জনাব, মোঃ আব্দুর রউফ, (এস আই এন্ড এগ্ৰো:) কৃষিবিদ জনাব, মোঃ হুমায়ুন কবীর, চিনিকলের কেজি ও উচ্চ বিদ্যালয়ের (প্রধান শিক্ষক ভা:) মোঃ আবু বকর । আর উপস্থিত ছিলেন চিনিকলের কৃষি বিভাগ সহ অন্যান্য বিভাগের শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ।