জয়পুরহাট সুগার মিলের অধীনস্থ বিএটিবি এর তত্ত্বাবধানে আট একর আখের জমি পরিদর্শন করতে আসেন চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের উপ বিভাগের দায়িত্বে রওশন আরা আরজু ব্যবস্থাপক বীজ (পরিদর্শন)।
রবিবার বেলা ১২ টায় (২ জুন ২৪) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সঙ্গে ছিলেন কৃষিবিদ জনাব মোঃ হুমায়ুন কবির ডিজিএম (এসআই ও এগ্ৰো:) জচিক, লিটন কুমার মন্ডল (এ এম ) পাঁচবিবি সাবজোন প্রধান, সিডিএ/সিআইসি সহ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির এফটি প্রমুখ ৷
জয়পুরহাট সুগার মিলের আওতায় চাষিরা আধুনিক পদ্ধতিতে জমি তৈরি, বীজ সংগ্রহ, ভালো বীজ বাছাইকরণ, চারা রোপণ করা বিষয়ক সম্যক পরামর্শ প্রদান করেন।
এর পাশাপাশি চাষিরা বিভিন্ন কৃষি পরামর্শ, জমির আগাছা নিধন, আখের গোড়ায় মাটি,ঝাড় বাধা, সঠিকমাত্রায় সার ও কীটনাশকের প্রয়োগের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
এ ছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পুরো মৌসুমব্যাপী আখচাষী প্রশিক্ষণ, ওয়েব ভিত্তিক বার্তা প্রেরণের (বন্ধুসেবা) মাধ্যমে এ প্রকল্প পূর্বের চেয়ে দ্বিগুণেরও বেশি ফলনের ব্যাপারে অনেকটাই নিশ্চিত আশা করেন।