জয়পুরহাট স্টুডেন্ট’স এসোসিয়েশন অব হাবিপ্রবি’র সভাপতি মো. রাজু প্রামানিক এবং সাধারণ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সরকার সাকিল রায়হানকে সভাপতি এবং একই অনুষদের মার্কেটিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী শাজরাতুল ইয়াকিন অঙ্কুরকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
১১০ সদস্য বিশিষ্ট জেলা এসোসিয়েশনের ছাত্র সংগঠনটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো.তানভীর আহমেদ, মো. সৌমিক হাসান, আলমগীর কবির,মো.আরসাদ আফ্রিদি। যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন লতা সরকার, মো.নাজমুস সাকিব, আসিফ ইকবাল, রাকিব হাসান হৃদয়।সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মাহমুদুল হাসান সোহাগ, রুবায়েদ নিলয়, শ্রাবণী সরকার। প্রচার সম্পাদক মো.হাসিবুল হোসাইন, ফয়সাল সাকিব;দপ্তর সম্পাদক শুপ্রতিভ রায় চিন্ময়, ইমরান আলী;অর্থ সম্পাদক ধনঞ্জয় মালী,উৎপল চন্দ্র।তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৌরভ ইসলাম, লুবাতুল আরবিয়া স্বর্ণা;সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ কাদরী,ক্রীড়া সম্পাদক মো.হাসিবুল ইসলাম সাগর, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অনিক চৌধুরী, গণযোগাযোগ ও মিডিয়া বিষয়ক সম্পাদক জাহিদ হাসান,সাংস্কৃতিক সম্পাদক দিলশাদ জাহান মোহনা,ছাত্রী বিষয়ক সম্পাদক মিফতাহুল জান্নাত জেরিন, ধর্মবিষয়ক সম্পাদক মো. মুনিরুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো.রিশাত ইসলাম, আইন বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে নিশাত তাসনিম হীরা মনোনীত হয়েছেন।
সভাপতির দায়িত্ব প্রাপ্তির বিষয়ে সরকার সাকিল রায়হান বলেন,”নিজের জেলা,নিজের মাটির সাথে একটা আলাদা অনুভূতি মিশে আছে।সেই মানুষদের সাথে কাজ করতে পারে,তাদের প্রতিনিধিত্ব করতে পারা নিঃসন্দেহে একটা ভালো লাগার বিষয়। আমি সবসময়ের জন্য চেষ্টা করবো কিভাবে জয়পুরহাটের জেলার শিক্ষার্থীরা হাবিপ্রবি ক্যাম্পাসে সুরক্ষিত থাকে।সেইসাথে চেষ্টা করবো তাদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য এলাকার শিক্ষার্থীদের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দর সহাবস্থান নিশ্চিত করতে।নতুন দায়িত্ব প্রাপ্তি এবং কাজের বিষয়ে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।”
সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাসিত কন্ঠে সাজরাতুল ইয়াকিন অঙ্কুর বলেন,”আলহামদুলিল্লাহ দায়িত্ব পেয়ে উচ্ছ্বাসিত । আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার হাবিপ্রবি জয়পুরহাটবাসীকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে । চেষ্টা করব এলাকাকে ভালো কিছু উপহার দিতে । সবাইকে ঐক্যবদ্ধ করে সবার বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করব । আমাদের অগ্রজদের অনুপ্রেরণা নিয়ে বন্ধু ও অনুজদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভালোবাসার সংগঠনকে এগিয়ে নিয়ে যাব।”