বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং জরুরি অবস্থা জারির বিষয়ে ছড়ানো গুজবকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সোমবার (২৪ মার্চ) সচিবালয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। চুক্তিটি বাংলাদেশ থেকে সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি অবস্থা জারি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিশেষ করে রোববার রাতে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের মাধ্যমে এমন গুজব ছড়াতে দেখা গেছে। একই সঙ্গে, কেউ কেউ দাবি করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই দেশে ফিরছেন।
এ বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। দেশের নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সরকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে। তিনি গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
এছাড়া, তিনি জানান যে আসন্ন ঈদের পর ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হবে।